দেশের সবচেয়ে জমজমাট ক্রিকেট আসর বিপিএলের প্লেয়ার্স ড্রাফট আজ। ৩৭৩ বিদেশি ক্রিকেটার সাত ক্যাটাগরিতে থাকছেন প্লেয়ার্স ড্রাফটে। ছয় ফ্র্যাঞ্চাইজি নিলামের মাধ্যমে নয়, ড্রাফট সিস্টেমে পর্যায়ক্রমে বিভিন্ন ক্যাটাগরির ক্রিকেটারদের দলভুক্ত করবে।
বিপিএলের ষষ্ঠ আসরে চিটাগং ভাইকিংসের হয়ে খেলবেন গেল আসরে রাজশাহী কিংসের হয়ে খেলা মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম। ‘এ প্লাস’ ক্যাটাগরিতে বন্দর নগরীরর দলটি তাকে এবারের আসরের জন্য দলে ভিড়িয়েছে।
চিটাগং ভাইকিংসের রিটেইনি প্লেয়ারদের তালিকায় আছেন, সিকান্দার রাজা, লুক রঞ্চি, নজিবুল্লাহ জাদরান ও সানজামুল ইসলাম। আর বিদেশি ডিরেক্ট সাইনিং ক্যাটাগরিতে এসেছেন, মোহাম্মদ শাহজাদ ও রবি ফ্রিলিংক।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ