বিপিএলের গত আসরে ঢাকা ডায়নামাইটসের হয়ে খেলা পাকিস্তানের মারকুটে অলরাউন্ডার শহীদ আফ্রিদিকে দলে ভিড়িয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ানস। রবিবার বিদেশি খেলোয়াড়দের ড্রাফটে তাঁকে দলে টেনে নেয় তামিম ইকবালের দল।
এদিন, ড্রাফটে ছয় নম্বর কল ছিল কুমিল্লার। নিজেদের এই ডাকে তারা আফ্রিদিকে দলভুক্ত করে। এ ছাড়া শ্রীলঙ্কার তারকা অলরাউন্ডার থিসারা পেরেরাকেও দলে টেনেছে তাঁরা।
কুমিল্লার ধরে রাখা ক্রিকেটাররা হলেন তামিম ইকবাল, ইমরুল কায়েস, মোহাম্মদ সাইফ উদ্দিন, শোয়েব মালিক। সরাসরি চুক্তিতে এসেছেন আসেলা গুনারত্নে, লিয়াম ডসন। এছাড়া আজ দেশিয় কোটায় ড্রাফটে নেওয়া হয় আবু হায়দার, এনামুল হক, মেহেদি হাসান, জিয়াউর রহমানকে।
বিডি-প্রতিদিন/২৮ অক্টোবর, ২০১৮/মাহবুব