ফেডারেশন কাপে বড় জয় দিয়ে শুভ সূচনা করেছে তারকায় ঠাসা বসুন্ধরা কিংস। ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডানকে ৫-২ গোলে উড়িয়ে দিয়েছে নবাগত এই দলটি। এদিন, বসুন্ধরার কিংসের হয়ে মাঠে নামেন রাশিয়া বিশ্বকাপ খেলা কোস্টারিকার ড্যানিয়েল কলিনড্রেস।
সোমবার বিকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ‘ডি’ গ্রুপের এই ম্যাচে গোলের শুরুটা অবশ্য করে মোহামেডান। ১৮ মিনিটে কিংসলে চিগোজির সহায়তায় গোলটি করেন গাম্বিয়ান মিডফিল্ডার ল্যান্ডিং ডারবো। এর ১০ মিনিট পরই সমতায় ফেরে বসুন্ধরা কিংস। মোহাম্মদ ইব্রাহিমকে ডি বক্সের মধ্যে মোহামেডানের মিন্টু শেখ ফাউল করলে পেনাল্টি পায় বসুন্ধরা। সেখান থেকে দলকে সমতায় ফেরান বসুন্ধরার বিশ্বকাপে খেলা কোস্টারিকার ফরোয়ার্ড ড্যানিয়েল কলিনড্রেস।
তবে বিরতির পর ৬৬তম মিনিটে এবার পেনাল্টি পেয়ে ফের এগিয়ে যায় মোহামেডান। চিগোজিকে ডি-বক্সের মধ্যে মিতুল ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। ডারবোর গোলে ২-১ ব্যবধান করে মোহামেডান। ৫ মিনিট পর আবারও সমতায় ফেরে বসুন্ধরা কিংস। ৭১ মিনিটে সমতাসূচক গোলটি করেন স্পেনের হোর্হে গতোর ব্লাসে।
এর কিছুক্ষণ পরে দশ জনের দলে পরিণত হয় মোহামেডান। দলটির তকলিস আহমেদ দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ।৭৮ মিনিটে ইব্রাহিমের পাস থেকে কোনাকুনি শটে বসুন্ধরা কিংসকে এগিয়ে নেন মতিন মিয়া।
ম্যাচের মূল সময়ের পর যোগ করা সময়ে দুই গোল করে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বসুন্ধরা কিংস। ড্যানিয়েল কলিনড্রেসের পাস থেকে দলের হয়ে চতুর্থ গোলটিকরেন সিলভা। পরের গোলটিও করেন এই ব্রাজিল তারকা।
বিডি-প্রতিদিন/২৯ অক্টোবর, ২০১৮/মাহবুব