টি-টোয়েন্টি দল থেকে ধোনিকে বাদ দেওয়ার সিদ্ধান্তে ফুঁসছে মাহি-ভক্তরা। আর এমন সময় জাতীয় দলের প্রাক্তন পেসার অজিত আগারকার জানালেন, ধোনিকে বাদ দেওয়ার সিদ্ধান্ত একদম সঠিক। এক ক্রিকেট ওয়েবসাইটে আগারকার বলেন, ‘‘নির্বাচকরা বলেছেন, ধোনির জন্য টি-টোয়েন্টির রাস্তা এখনও বন্ধ নয়। এটা মোটেই আমার বোধগম্য নয়। তবে ওকে দলের বাইরে রাখার সিদ্ধান্ত একদম ঠিকঠাক। পরের টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২০ সালে। ধোনি ততদিন খেলবে কিনা, তার নিশ্চয়তা নেই। টি-টোয়েন্টি ক্রিকেটে ধোনির পারফরম্যান্স মোটেই ভাল নয় ইদানীং।’’
এর আগে, গত বছরেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি ভারতের হারের পরে ধোনিকে কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন আগারকার। সেই সময়েও বলে দিয়েছিলেন, ধোনির বিকল্প বের করার দিকে নজর দিতে হবে নির্বাচকদের।
অতীতের কথারই পুনরাবৃত্তি করে যেন আগারকার এবার বলছেন, ‘‘ভবিষ্যতের দিকে তাকাতে হবে জাতীয় দলকে। ধোনি যখন ক্যাপ্টেন ছিল, তখন ও বেশ কয়েকজনকে বাদ দিয়েছিল। এটাই হওয়া উচিত। ক্যারিয়ারে যতই কেউ ভাল খেলুক না কেন, বর্তমানে দাঁড়িয়ে সিদ্ধান্ত নিতে হয়।’’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ