ক্রিশ্চিয়ানো রোনালদো ও রিয়াল মাদ্রিদ যেন একে অন্যের পরিপূরক শব্দ হয়ে উঠেছিল। রোনালদো কখনো রিয়াল ছাড়তে পারেন তা খুব কম রিয়াল সমর্থকই ভাবতে পেরেছিলেন। রোনালদো ছাড়া রিয়ালের শুরু ভালোই হয়েছিল। আর রিয়ালের মতো নতুন ক্লাব জুভেন্টাসেও রোনালদো দুর্দান্ত। কিন্তু বর্তমানে রিয়ালের অবস্থা যাচ্ছেতাই।
এবার রিয়াল ছাড়া নিয়ে মুখ খুলেছেন রোনালদো। তার অভিযোগের তীর রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের দিকে, 'ক্লাবের ভেতর আমার মনে হয়েছি, বিশেষ করে প্রেসিডেন্টের পক্ষ থেকে, তারা আমাকে আগের মতো গুরুত্বসহকারে বিবেচনা করতো না, যেমনটা তারা শুরুতে করতো।'
রোনালদো আরও বলেন, 'শুরুর চার কিংবা পাঁচ বছরে আমার ভেতর 'ক্রিশ্চিয়ানো রোনালদো' হওয়ার সেই অনুভূতিটুকু ছিল। তার কিছু সময় পরেই... প্রেসিডেন্ট আমার দিকে সেই চোখ দিয়ে তাকাতেন যাতে শুরুর দিকের আবেগটা আর ছিল না। যেন আমি আর তাদের জন্য গুরুত্বপূর্ণ না। আপনারা জানেন আমি কী বলতে চাইছি। ' সূত্র: গার্ডিয়ান
বিডি প্রতিদিন/ফারজানা