বৃষ্টির কারণে দ্বিতীয় দিনেও মাঠে গড়ায়নি ওয়ালটন ২০তম জাতীয় ক্রিকেট লীগের বরিশাল ও খুলনা বিভাগের মধ্যকার ৪ দিনের ম্যাচের কোন বল।
ম্যাচের দ্বিতীয় দিন মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় খেলা শুরুর কথা থাকলেও মাঠ ভিজা থাকায় খেলা হয়নি। এ কারণে হয়নি টসও।
গতকাল সোমবার প্রথম দিনও খেলা হয়নি বৃষ্টির কারণে।
একইভাবে গত ১৫ অক্টোবর বরিশাল স্টেডিয়ামে বরিশাল ও রাজশাহীর মধ্যাকার ৪ দিনের ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও মাঠ ভেজা থাকায় প্রথম দুই দিনের খেলা পরিত্যক্ত হয়।
বিডি প্রতিদিন/ফারজানা