অনন্য এক মাইলফলকের সামনে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের অধিনায়ক সার্জিও রামোস। বুধবার হুয়ান ক্রইফ অ্যারেনায় আয়াক্সের বিপক্ষে খেলতে নামাবে রিয়াল। আর ওই ম্যাচে মাঠে নামলে রিয়ালের জার্সিতে ছয়শ ম্যাচের মাইলফলকে পা রাখবেন রামোস।
১৯৯৮ সালের ২০ মে ওই ভেন্যুতেই নিজেদের সপ্তম চ্যাম্পিয়নস লিগ শিরোপা জেতে রিয়াল মাদ্রিদ। সে সময় স্প্যানিশ তারকা রামোসের বয়স ছিল মাত্র ১২ বছর। ওই বয়সে লা লিগার ক্লাব সেভিয়ার ইয়ুথ টিমে বসে মাদ্রিদের সেরা ক্লাবটিতে খেলার স্বপ্ন বুনছিলেন রামোস।
সেভিয়া থেকে ২০০৫ সালে রিয়াল মাদ্রিদে যোগ দেন তিনি। ঐ বছরের ১০ সেপ্টেম্বরে তার অভিষেক ম্যাচে সেল্টা ভিগোর বিপক্ষে হারে রামোসের দল রিয়াল মাদ্রিদ। এরপর বিশ্বসেরা এ ক্লাবটির হয়ে মোট চারটি চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতেন তিনি। যারা তিনটিই এসেছে শেষ তিন মৌসুমে।
মোট ১৪ বছরের দীর্ঘ ক্যারিয়ারে রিয়ালের হয়ে এখনো পর্যন্ত ২০টি শিরোপা জিতেছেন রামোস। যা ক্লাবের রেকর্ড জেন্তোর (২৩) চেয়ে তিনটি কম।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ