স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের রক্ষণে সার্জিও রামোসদের সঙ্গে গুরুত্বপূর্ণ একজন ডিফেন্ডার মার্সেলো। সম্প্রতি তার ফর্মহীনতায় পাশাপাশি ক্লাব ছাড়া নিয়েও চলছে নানা গুঞ্জন। এমন অবস্থায় রিয়ার ছাড়া প্রসঙ্গে মুখ খুললেন এই ব্রাজিলিয়ান ডিফেন্ডার। জানালেন, ক্লাব কর্তৃপক্ষ চাইলে রিয়াল মাদ্রিদ ছাড়তে প্রস্তুত রয়েছেন তিনি।
ক্লাবের ইচ্ছায় সান্তিয়াগো বার্নাব্যু ছাড়তে সমস্যা নেই বলে জানিয়েছেন ব্রাজিলিয়ান এ তারকা। সেক্ষেত্রে তাকে চুক্তির সমপরিমাণ অর্থ দিয়ে দিলেই চলতি মৌসুমের শেষে রিয়াল ছেড়ে চলে যাবেন বলে জানিয়েছেন মার্সেলো।
সম্প্রতি স্প্যানিশ লা লিগা ছেড়ে মার্সেলোর ইতালিয়ান সিরি’আর ক্লাব জুভেন্টাসে যোগ দেওয়া নিয়েও চলছে নানা গুঞ্জন। মার্সেলোকে ক্লাব সতীর্থ হিসেবে পেতে তার সঙ্গে নাকি যোগাযোগ করছেন জুভেন্টাস তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। তবে এসব গুঞ্জন নিয়ে কথা বলতে রাজি হননি মার্সেলো।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ