পাকিস্তান সুপার লিগের (পিএসএল) চতুর্থ আসরের পর্দা উঠছে আজ। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১১টা ৪৫ মিনিটে উদ্বোধনী ম্যাচে লাহোর কালান্দার্সের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেড।
এবারের আসরে প্রথমবারের মতো অংশ নিচ্ছেন দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স। শুধু তাই নয়, তিনি পাকিস্তানে গিয়ে নক আউট ম্যাচ খেলার কথাও জানিয়েছেন। ভিলিয়ার্সের মতো বড়মাপের একজন খেলোয়াড় পাকিস্তানে গিয়ে খেললে সেদেশে ক্রিকেটের নির্বাসন কাটবে বলে আশা করছেন আয়োজকরা।
এছাড়াও এবারের পিএসএলে খেলার কথা রয়েছে শেন ওয়াটসন, আন্দ্রে রাসেল, লুক রঞ্চি, ডোয়াইন ব্রাভো, রাইলি রুশো, ড্যারেন স্যামি, কাইরন পোলার্ড, ব্রেন্ডন টেলরের মতো বিদেশি তারকাদের। তবে তাদের অনেকেই পাকিস্তানে গিয়ে নকআউটের ম্যাচ খেলতে রাজি নন।
বিডি-প্রতিদিন/১৪ ফেব্রুয়ারি, ২০১৯/মাহবুব