বার্বাডোজের কেনসিংটন ওভালে ইংল্যান্ডের বিপক্ষে ক্রিস গেইলের ঝড়ো ব্যাটিং দেখলো ক্রিকেট বিশ্ব। ক্যারিবীয় এই ব্যাটসম্যান যে সত্যি সত্যি ফুরিয়ে যাননি তা প্রায় এক বছর পর দলে ফিরে তা প্রমাণ করে দিলেন। সঙ্গে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে একটি বিশ্ব রেকর্ডও গড়ল ক্যারিবীয়রা।
সিরিজের প্রথম ওয়ানডেতে সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত এক সেঞ্চুরি করেন গেইল। ১২৯ বলে খেললেন ১৩৫ রানের অসাধারণ এক ইনিংস। তিন বাউন্ডারি আর ১২ ছক্কায় সাজালেন নিজের ইনিংস।
তার এই ইনিংসের ওপর ভর করে ইংল্যান্ডের বিপক্ষে ৮ উইকেটে ৩৬০ রানের বিশাল স্কোর গড়ে তুলেছে ওয়েস্ট ইন্ডিজ।
টস জিতে ব্যাট করতে নামে ক্যারিবীয়রা। গেইল ছাড়াও ৬৪ রান করেন সাই হোপ। ৪০ রান করেন ড্যারেন ব্রাভো। ৩০ রান করেন ক্যাম্পবেল। ইংল্যান্ডের হয়ে ৩টি করে উইকেট নেন বেল স্টোকস এবং আদিল রশিদ। ২ উইকেট নেন ক্রিস ওকস।
ম্যাচে ৫০ ওভারে ২৩টি ছক্কা মেরেছে ক্যারিবীয়রা। এরই সঙ্গে আন্তর্জাতিক ওয়ানডের ইতিহাসে দলীয় এক ইনিংসে সর্বোচ্চ ছক্কা হাঁকানোর নতুন বিশ্বরেকর্ড গড়ল তারা। এর আগে রেকর্ড ছিল এক ইনিংসে ২২ ছক্কা।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন