২৪ এপ্রিল, ২০১৯ ০৮:৪৮

শুভ জন্মদিন লিটল মাস্টার

অনলাইন ডেস্ক

শুভ জন্মদিন লিটল মাস্টার

ক্রিকেটে আধুনিক যুগের শ্রেষ্ঠ ব্যাটসম্যান হিসেবে গণ্য শচীন রমেশ টেন্ডুলকারের জন্ম ১৯৭৩ সালের ২৪ এপ্রিল। ক্রিকেটের লিটল মাস্টার, মাস্টার ব্লাস্টার হিসেবে আখ্যা দেয়া হয় তাকে। ভক্ত-অনুসারী শচীনকে ভালোবেসে ডাকেন 'ক্রিকেট ঈশ্বর'।

২০১১ সালে বিশ্বকাপ জয়ী ভারতীয় দলে ছিলেন শচীন। দীর্ঘ ক্যারিয়ারে তিনি মোট ৬টি বিশ্বকাপে খেলেছেন। শেষ ম্যাচটি খেলেছেন ২০১৩ সালের ১৬ নভেম্বর।

শচীন টেন্ডুলকারের ক্যারিয়ারের খাতা প্রাপ্তি-অর্জনে ভরা। শেষ ম্যাচ খেলার পরই প্রধানমন্ত্রীর দফতর থেকে ভারত রত্ন পাওয়ার ঘোষণা শুনেছিলেন। এছাড়াও পেয়েছেন ভারতে ক্রীড়াঙ্গনে সর্বোচ্চ পুরস্কার রাজীব গান্ধী খেল রত্ন অ্যাওয়ার্ড (১৯৯৭), পদ্মশ্রী ও পদ্মবিভূষণ অ্যাওয়ার্ড।

সূত্র: হিন্দুস্থান টাইমস

বিডি প্রতিদিন/ফারজানা   

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর