হয়তো তিনি মজা করেই কথাটা বলতে চেয়েছিলেন। কিন্তু নেটিজেনরা ব্যাপারটাকে মজার ছলে নিলেন না। ব্যাপারটাকে খোঁচা বলেই ধরে নিল নেট দুনিয়া। আর তার পর হরভজন সিংকে হজম করতে হল হাজারো সমালোচনা।
সম্প্রতি ইনস্টাগ্রামে নিজের একটি বিজ্ঞাপনী শুটিং'র ছবি পোস্ট করেছিলেন বিরাট কোহলি। ছবির ক্যাপশনে লেখা ছিল, ‘প্রতিটা দিনই নতুন কিছু শেখার সুযোগ, বড় হওয়ার সুযোগ। বিনয়ী থাকুন।’
কোহলির ছবি ও এমন ক্যাপশন দেখার পরই হয়তো মজা করতে ইচ্ছে হয়েছিল হরভজন সিংয়ের। তিনি কমেন্ট করে বসেন, ‘আর প্রতিদিনই তুমি আরও বেশি অর্থ উপার্জনের সুযোগ পাও।’ তারপরই হরভজনের উপর ঝাঁপিয়ে পড়েন কোহলি ভক্তরা।
একের পর এক কটাক্ষ উড়ে আসতে থাকে হরভজনকে লক্ষ্য করে। কেউ কেউ তাকে জাতীয় দল থেকে বাদ পড়ার জন্যও কটাক্ষ করতে শুরু করেন। অনেকে আবার বলতে শুরু করেন, হিংসার জন্যই নাকি এমন কথা বলেছেন তিনি। কঠোর পরিশ্রম করেই সাফল্য পেয়েছেন কোহলি। সেখানে উপার্জিত অর্থ তার প্রাপ্য। এমনই জানিয়েছেন সমর্থকরা।
তবে কোহলি বা হরভজন, কেউই অবশ্য এই নিয়ে কোনও মন্তব্য করেননি। আসলে ক্রিকেটাররা তো একে অপরের সঙ্গে এমন মজা করেই থাকেন। কিন্তু নেট-দুনিয়ার একাংশ এমন সব ইস্যু পেলে সুযোগ ছাড়তে চায় না। এক্ষেত্রেও তাই হল।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর