২৫ মে, ২০১৯ ১৭:২৪

উড়ন্ত ভারতকে মাটিতে নামাল নিউজিল্যান্ড

অনলাইন ডেস্ক

উড়ন্ত ভারতকে মাটিতে নামাল নিউজিল্যান্ড

সংগৃহীত ছবি

বিশ্বকাপের দ্বাদশ আসরের প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে দিশেহারা হয়ে পড়েছে ভারত। দলীয় সংগ্রহ ১০০ ছোঁয়ার আগেই সাজঘরে ফিরে গেছেন ৭ ব্যাটসম্যান।

শনিবার ইংল্যান্ডের লন্ডন ওভালের কেনিংসটনে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে মাঠে নেমে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক বিরাট কোহলি।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২২ ওভারে ভারতের সংগ্রহ ৭ উইকেটে ৯১ রান। 

প্রথমে ব্যাট করতে নেমে কিউকিই পেসার টেন্ট্র বোল্টের তোপের মুখে পড়েছেন ভারতীয় ব্যাটসম্যানরা। ইনিংসের দ্বিতীয় ওভারেই সাজঘরে ফেরেন ভারত সেরা ওপেনার রোহিত শর্মা। ওয়ানডে ক্রিকেটে তিনটি ডাবল সেঞ্চুরির ইতিহাস গড়া রোহিত ফেরেন মাত্র ২ রান করে।

রোহিত আউট হওয়ার ঠিক পরের ওভারেই প্যাভেলিয়নে ফেরেন অন্য ওপেনার শেখর ধাওয়ান। ট্রেন্ট বোল্টের দ্বিতীয় শিকারে পরিনত হন তিনি।

ব্যাটিংয়ে নেমে পরিস্থিতি বুঝে ওঠার আগেই ট্রেন্ট বোল্টের বলে স্ট্যাম্প ভেঙে যায় লোকেশ রাহুলের। পরে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে কোলিন ডি গ্র্যান্ডহোমের বলে সাজঘরে ফেরত যান ভারতের অধিনায়ক বিরাট কোহলি। ভারতীয় অধিনায়ক বোল্ড হওয়ার আগে ২৪ বলে মাত্র ১০ রান করার সুযোগ পান তিনি।

এছাড়াও হার্দিক পাণ্ডিয়া ও দিনেশ কার্তিকও নিজেদের নামের বিচার করতে পারেনি। পাণ্ডিয়া ৩০ রান এবং কার্তিক ৪ রানে সাজঘরে ফিরেন। ধোনি আউট হন ১৭ রান করে। 


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর