২০ জুন, ২০১৯ ১৫:১৬

কোহলিকে পাকিস্তানে চেয়ে এডিট করা সেই ছবি ভাইরাল

অনলাইন ডেস্ক

কোহলিকে পাকিস্তানে চেয়ে এডিট করা সেই ছবি ভাইরাল

ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলিকে পাকিস্তানে চেয়ে একটি এডিট করা ছবি সোশ্যাল মিডিয়ায়  ভাইরাল হয়েছে। 

ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, কয়েকজন তরুণ লম্বা করে টানটান অবস্থায় দুই প্রান্তে ধরে রেখেছেন দু'টি পতাকা। ওপরে পাকিস্তানের পতাকা, আর নিচে সবুজ লম্বা ব্যানারে সাদা কালিতে লেখা রয়েছে, 'আমরা কাশ্মীর চাই না। বিরাট কোহলিকে দিয়ে দাও।' 

চলতি বিশ্বকাপ ক্রিকেটে উত্তেজনাপূর্ণ ম্যাচে ভারতের বিপক্ষে বড় ব্যবধানে হেরে যায় পাকিস্তান। ওই ম্যাচের পরেই সোশ্যাল মিডিয়ায় এ ছবিটি ভাইরাল হয়।

বর্তমান ক্রিকেটে বিরাট কোহলি যেন রান মেশিন। মাঠে নেমে একের পর এক রেকর্ড ভাঙছেন ভারতীয় এই তারকা। পাকিস্তান ম্যাচেও ব্যাটে জবাব দিয়েছেন তিনি। পাকিস্তানেও তার সমর্থক রয়েছে অনেক। কোহলিকে পাকিস্তানি সমর্থকরা চাইতেই পারেন! 

তবে সোশ্যাল মিডিয়ার একাংশের দাবি, বিরাট কোহলিকে নিয়ে লেখাটি সম্পূর্ণ এডিট করা। মূল ছবিটি কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদীদের। তারাই আজাদী চাইছিলেন। সেই বার্তাই ছিল সবুজ পতাকা অংশে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে ওই লেখাটিই এডিট করে ছড়িয়ে দেওয়া হয়েছে।


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর