১৭ জুলাই, ২০১৯ ০৫:২৩

'সুপারহিরো' হওয়ার চেষ্টা করছেন নেইমার

অনলাইন ডেস্ক

'সুপারহিরো' হওয়ার চেষ্টা করছেন নেইমার

ফাইল ছবি

হাজারো ঝামেলায় জড়িয়ে পড়ার পর ব্রাজিলীয় মেগাস্টার নেইমারের উপলব্ধি, তিনি এক সাধারণ মানুষ। নেইমার বলেছেন, 'আমি সুপারহিরোও নই, ঠিকঠাক রোলমডেলও নই।' 

পিএসজিতে তিনি ফিরবেন কিনা, তা নিয়ে যখন সংশয় দেখা দিয়েছিল, তখন গত সোমবার তিনি প্যারিসের ক্লাবে যোগ দেন। তবে তিনি এই ক্লাবেই থেকে যাচ্ছেন, এখনই সে কথা জোর দিয়ে বলা যাচ্ছে না। কারণ তার সঙ্গে গত সোমবার রাতের দিকে মিটিং করার কথা পিএসজি-র স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দোর।

প্যারিসে এসেই নেইমার বলেন, 'আমি সুপারহিরো নই, কারণ আমি সারা বিশ্বের প্রত্যাশার চাপ মেটাতে পারি না। তবে চেষ্টা চালাচ্ছি একদিন সেই চাপটা নিয়ে সুপারহিরো হওয়ার।' সেই সঙ্গে তিনি যোগ করেন, 'জানি আমি আমার উপর অনেক দায়িত্ব। আমি সেটা পালন করার চেষ্টা করে যাচ্ছি অত্যন্ত সততার সঙ্গে।'

সম্প্রতি নেইমার নানা সমস্যায় জর্জরিত। প্রথমে ধর্ষণের মামলা। তারপর চোটের জন্য ব্রাজিল টিম থেকে বাদ পড়া। তারপর পিএসজি ছেড়ে বার্সেলোনাতে ফেরার ইচ্ছে প্রকাশ করা। এবং প্যারিসে টমাস টুচেলের প্রি সিজন প্র্যাক্টিসে যোগ না দেওয়ায় তাকে ঘিরে বিতর্ক তুঙ্গে উঠেছিল। 

নেইমার বলেছেন, 'চোটের জন্য কোপা আমেরিকায় ব্রাজিল টিম থেকে সরে যাওয়াটা আমার জীবনের সবথেকে যন্ত্রণার মুহূর্ত। সতীর্থদের ধন্যবাদ ওরা কাপটা জিতেছে। সেটা আমার ক্ষতে কিছুটা হলেও স্বস্তির প্রলেপ দিয়েছে।' 

সেই সঙ্গে তিনি যোগ করেছেন, 'খারাপ সময়টা কাটানোর জন্য আমি প্রায় লুকিয়ে পড়েছিলাম। পরিবারের সঙ্গে সন্তানের সঙ্গে এই সময়টা কাটিয়েছি। এখন আমি একশোভাগ সুস্থ। নতুন মরসুমটায় সেরা পারফরম্যান্স করে ঘুরে দাঁড়াতে চাইছি।'

 
বিডি-প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর