অনুশীলনের সময় গতকাল শুক্রবার চোট পেলেন ইডেন হ্যাজার্ড। তাই শনিবার লা লিগায় রিয়াল মাদ্রিদের প্রথম ম্যাচে সেলতা বিগোর বিরুদ্ধে খেলতে পারবেন না তিনি।
চেলসি থেকে আসার পর এটাই হ্যাজার্ডের রিয়ালের হয়ে অভিষেক ম্যাচ হওয়ার কথা ছিল। অনুশীলনে মাসলে চোট পাওয়ার পর বেলজিয়ান ফরোয়ার্ড মাঠ থেকে উঠে পড়েন। তাকে হয়তো তিন সপ্তাহ পাবেন না কোচ জিনেদিন জিদান।
বিডি-প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ