বিশ্বকাপ চলাকালে সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহর মধ্যে সম্পর্কের অবনতির গুঞ্জন উঠে। তবে মিডিয়ার সামনে এলেও এ বিষয়ে কোনো কথা বলেননি সাকিব। তবে আজ রবিবার মিডিয়াকে এড়াতে পারেননি মাহমুদুল্লাহ রিয়াদ। দাবি করেন, সাকিবের সঙ্গে তার কোনো 'গণ্ডগোল' হয়নি। যা প্রচার করা হয়েছে তা মিথ্যা।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মাহমুদউল্লাহ বলেন, 'আমার মনে হয়, এ ধরনের বিষয় নিয়ে কথা না বলাই ভালো। এ ব্যাপারে কোনো মন্তব্য করতে চাচ্ছি না। শুধু একটা কথাই বলতে চাই, যেভাবে মিডিয়াতে ব্যাপারগুলো উপস্থাপন করা হয়েছে, তেমন কিছু হয়নি। উপস্থাপন ভিন্নভাবে হতে পারত। আমার মনে হয় না কোনো সতীর্থের সঙ্গে গণ্ডগোল আছে। আমরা এখনো খুব ভালো বন্ধু। এটুকুই বলতে চাই।'
মিডিয়ার পাশাপাশি নিজের ভেরিফাইড ফেসবুকে পেজেও বিষয়টি নিয়ে কথা বলেছেন টাইগারদের অন্যতম সেরা এই ব্যাটসম্যান। এখানে মাহমুদুল্লাহ রিয়াদ বলেন, 'একটি শিরোনাম দেখলাম, সাকিবের সঙ্গে ড্রেসিংরুমের ঘটনাটা ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে। সত্যি হলো সাকিবের সঙ্গে আমার কোনো রকমের দ্বন্দ্ব বা সমস্যা হয়নি। আমরা যত দিন ধরে একসঙ্গে খেলছি, খুবই ভালো সতীর্থ ছিলাম। এখনো আছি এবং ভবিষ্যতেও থাকব। সাকিবের সঙ্গে আমার কোনো রকমের কিছু হয়েছে এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আমার মনে হয়েছে, এটা পরিষ্কার করে বলা দরকার। এ কারণেই এ ভিডিওটা দেওয়া হচ্ছে।'
সবশেষে তিনি বলেন, ''সামনে আমাদের আরও গুরুত্বপূর্ণ অনেক খেলা আছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, যেন দেশের জন্য আরও ভালো খেলতে পারি। আসসালামু আলাইকুম।''
বিডি-প্রতিদিন/মাহবুব