Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ২৫ আগস্ট, ২০১৯ ২১:৪২

অনুশীলন ম্যাচেই মাঠে ফিরছেন স্মিথ

অনলাইন ডেস্ক

অনুশীলন ম্যাচেই মাঠে ফিরছেন স্মিথ
ফাইল ছবি

শঙ্কা কাটিয়ে মাঠে ফিরতে যাচ্ছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথ। অ্যাশেজ সিরিজের অনুশীলন ম্যাচ দিয়ে আবারও ক্রিকেট মাঠে ফিরতে যাচ্ছেন স্মিথ, এমন খবরই দিলো অস্ট্রেলিয়ার এক মুখপাত্র। তিনি বলেন, ‘ঘাড়ে আঘাতের পর আজই প্রথম ব্যাট করলেন স্মিথ। ২৫ মিনিটের ব্যাটিং সেশন ছিল তার। স্মিথের মধ্যে বেশ ক্ষুধা ছিলো। ডার্বিশায়ারের বিপক্ষে অনুশীলন ম্যাচে খেলার প্রত্যাশা করছে।’

অ্যাশেজের দ্বিতীয় টেস্টে ইংল্যান্ড পেসার জোফরা আর্চারের এক ডেলিভারিতে ঘাড়ে আঘাত পান স্মিথ। ফলে ওই টেস্টের দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে নামতেই পারেননি তিনি। এমনকি হেডিংলিতে চলমান সিরিজের তৃতীয় টেস্টেও খেলতে পারেননি তিনি। তাই স্মিথকে ছাড়াই খেলতে হচ্ছে অস্ট্রেলিয়াকে। তবে অস্ট্রেলিয়ার জন্য কিছুটা হলেও সুখবর। মাঠে ফিরতে যাচ্ছেন স্মিথ। আগামী ২৯ আগস্ট ডার্বিশায়ারের বিপক্ষে অস্ট্রেলিয়ার অনুশীলন ম্যাচ দিয়ে মাঠে ফিরবেন তিনি। ওই ম্যাচে ফিটনেসের দিক শতভাগ ঠিক থাকলে, ম্যানচেষ্টারে ৪ সেপ্টেম্বর সিরিজের চতুর্থ ম্যাচে আবারো মাঠে দেখা যাবে ইনফর্ম স্মিথকে।

বার্মিংহামে প্রথম টেস্টে ১৪৪ ও ১৪২ এবং লর্ডসের প্রথম ইনিংসে ৯২ রান করেন স্মিথ। স্মিথের নৈপুণ্যে সিরিজের প্রথম টেস্ট ২৫১ রানের বড় ব্যবধানে জিতেছিলো অস্ট্রেলিয়া। 

বিডি প্রতিদিন/এনায়েত করিম


আপনার মন্তব্য