ত্রিদেশীয় সিরিজের নিজেদের দ্বিতীয় ম্যাচে শুরুতেই আফগানদের ৩ উইকেট তুলে নিয়েছে টাইগাররা। এই প্রতিবেদন লেখার সময় সফরকারীদের সংগ্রহ ৪ ওভারে রান।
রবিবার সন্ধ্যায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ম্যাচে টস হেরে ফিল্ডিংয়ে নামে বাংলাদেশ।
ইনিংসের প্রথম বলেই জিম্বাবুয়ের বিপক্ষে ২৪ বলে ৪৩ রান করা মারকুটে রহমানুল্লাহ গুরবাজকে সাজঘরে পাঠিয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন। এরপর আরেক মারকুটে ওপেনার হজরাতুল্লাহ জাজাইকে ব্যক্তিগত ১ রানে লিটন দাসের ক্যাচে পরিণত করেন সাকিব। ব্যক্তিগত দ্বিতীয় ওভারে বল করতে এসে আবারও উইকেটের দেখা পান সাইফউদ্দিন। এবার নাজিব তারাকাইকে (১১) সাব্বিরের ক্যাচে পরিণত করেন তিনি।
বিডি-প্রতিদিন/মাহবুব