Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর, ২০১৯ ১১:৩৮

২০২০ সাফ ফুটবল আসর বসবে ঢাকায়

অনলাইন ডেস্ক

২০২০ সাফ ফুটবল আসর বসবে ঢাকায়

আগামী বছর ঢাকায় ফের বসবে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের আসর। দক্ষিণ এশিয়ার ফুটবল শ্রেষ্ঠত্বের এই লড়াইয়ের দ্বাদশ আসরের আয়োজক হয়েছে বাংলাদেশ।

মালয়েশিয়ার কুয়ালালামপুরে সোমবার দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

২০২০ সালের সেপ্টেম্বরে ঢাকায় হবে দক্ষিণ ‘এশিয়ার বিশ্বকাপ’ খ্যাত এই ফুটবল টুর্নামেন্ট।

গত বছরও ঢাকায় বসেছিল সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ। এর আগে ২০০৩ ও ২০০৯ সালেও সাফ ফুটবলের আয়োজক ছিল বাংলাদেশ।

সোমবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের হেড অব মিডিয়া আহসান আহমেদ অমিত এ খবর জানিয়েছেন। 

জানা গেছে, সোমবার ফিফার কংগ্রেসে বাংলাদেশ ২০২০ সাফ ফুটবলের স্বাগতিক হতে আগ্রহ প্রকাশ করার পর কোনও দেশ তাতে আপত্তি করেনি। সর্ব সম্মতিতে আবারও আয়োজক হচ্ছে বাংলাদেশ।

বিডি প্রতিদিন/কালাম


আপনার মন্তব্য