ক্রিকেটের অনেক ইতিহাসের সাক্ষী কলকাতার ইডেন গার্ডেনে তৈরি হলো আরও এক ইতিহাস। উপমহাদেশের প্রথম 'পিঙ্ক বল (গোলাপি বল)' টেস্টের আয়োজক হিসাবে ইতিহাসের পাতায় নাম উঠলো এই মাঠের। আর এই ইতিহাসের সঙ্গে যুক্ত হয়েছে বাংলাদেশের নামও।
আজ শুক্রবার দুপুর দেড়টায় বাংলাদেশ ও ভারতের মধ্যকার সিরিজের দ্বিতীয় এই টেস্ট শুরু হয়েছে। ঐতিহাসিক এই টেস্টে টসে জিতে প্রথমে ব্যাটিং বেছে নিয়েছেন টাইগার অধিনায়ক মুমিনুল হক।
ইন্দোর টেস্ট জিতে এরই মধ্যে টিম ইন্ডিয়া ১-০ তে লিড নিয়ে রেখেছে। প্রথম টেস্টে শোচনীয় পরাজয়ের পর ঘুরে দাঁড়াতে মরিয়া বাংলাদেশ। তাই গোলাপি বলে ভালো সুইংয়ের জন্য অতিরিক্ত একজন পেসার নিয়ে একাদশ সাজিয়েছে টাইগাররা। তিন পেসার নিয়ে মাঠে নামার বিষয়টি অনুমিতই ছিল। ফলে বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামের জায়গায় একাদশে এসেছেন আল আমিন হোসেন। ২০১৪ সালের অক্টোবরের পর আবার টেস্ট খেলার সুযোগ পেলেন এই পেসার।
বাংলাদেশের একাদশে আরেকটি পরিবর্তন এসেছে স্পিন বিভাগে। দলের একমাত্র স্পিনার হিসেবে এই টেস্টে খেলছেন অফ স্পিনার নাঈম হাসান। বাদ পড়েছেন মেহেদী হাসান মিরাজ।
বাংলাদেশ একাদশ :
১. ইমরুল কায়েস
২. সাদমান ইসলাম
৩. মুমিনুল হক (অধিনায়ক)
৪. মুশফিকুর রহিম
৫. মোহাম্মদ মিঠুন
৬. মাহমুদুল্লাহ রিয়াদ
৭. লিটন দাস
৮. নাঈম হাসান
৯. আল-আমিন হোসেন
১০. আবু জায়েদ রাহী
১১. ইবাদত হোসেন
বিডি প্রতিদিন/এনায়েত করিম