পাকিস্তানের সাবেক অলরাউন্ডার আব্দুল রাজ্জাক ওয়ানডেতে বিশ্বের এক নম্বর বোলার জাসপ্রিত বুমরাহকে 'শিশু বোলার' বলে আখ্যা দিয়েছেন।
সম্প্রতি ক্রিকেট পাকিস্তানকে দেয়া সাক্ষাৎকারে রাজ্জাক বলেছেন, আমি গ্লেন ম্যাকগ্রা, ওয়াসিম আকরামদের মতো বড় মাপের বোলারদের বিপক্ষে খেলেছি। তাই আমার কাছে বুমরাহ শিশু বোলার। আমি সহজেই তার ওপর আধিপত্য বিস্তার করে তাকে আক্রমণ করতে পারতাম।
বর্তমান সময়ে ভারতীয় খেলোয়াড় বুমরাহকে বিশ্বের অন্যতম সেরা পেসার হিসেবে বিবেচনা করা হয়। অল্পসময়ের মধ্যেই ভারতীয় ক্রিকেটে দ্যুতি ছড়িয়েছেন তিনি। টেস্টে তার অভিষেক ২০১৮ সালের জানুয়ারিতে। টেস্টে সেরা বোলারদের মধ্যে তার অবস্থান পাঁচে।
বিডি প্রতিদিন/ফারজানা