সিরিজের প্রথম ম্যাচে ১৪২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশি বোলার শফিউল ইসলামের বলে আউট হয়ে সাজঘরে ফিরেন পাকিস্তান ওপেনার বাবর আজম। বাবর আজম দুই বল মোকাবেলা করে শূন্য রানে মাঠ ত্যাগ করেন।
এর আগে শুক্রবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে আগে ব্যাট করে নির্ধারিত ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৪১ রান করে বাংলাদেশ। জয়ের জন্য পাকিস্তানের প্রয়োজন ১৪২ রান।
দীর্ঘ প্রায় এক যুগ পর পাকিস্তানের মাটিতে সিরিজ খেলছে বাংলাদেশ। তিন ধাপে অনুষ্ঠিত হবে এটি। প্রথম ধাপে আজ শুক্রবার থেকে শুরু হয়েছে টি-টোয়েন্টি সিরিজ।
একই ভেন্যুতে ২৫ ও ২৭ জানুয়ারি গড়াবে সিরিজের বাকি দুটি টি-টোয়েন্টি। সিরিজ শেষে আগামী ২৮ জানুয়ারি দেশে ফিরবে টিম বাংলাদেশ।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২.২ ওভার শেষে ১ উইকেট হারিয়ে পাকিস্তানের সংগ্রহ ১৬ রান।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন