আইপিএল শুরু হতে এখনও এক মাসের বেশি সময় বাকি। কিন্তু টুর্নামেন্ট শুরুর আগেই কিংস ইলেভেন পাঞ্জাবের জন্য খারাপ খবর। সাড়ে দশ কোটি টাকা দিয়ে এবার কিংস ইলেভেন পাঞ্জাব কিনেছিল অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েলকে। কনুইয়ের অস্ত্রোপচারের জন্য দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি এবং একদিনের সিরিজে অস্ট্রেলিয়া দল থেকে বাদ পড়েছেন ম্যাক্সওয়েল।
চোট সারাতে অন্তত ৬-৮ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে গ্লেন ম্যাক্সওয়েলকে। ফলে আইপিএলের শুরুর দিকে ম্যাক্সওয়েলকে পাবে না প্রীতি জিনতার দল। এমনকি, গোটা আইপিএলে নাও পাওয়া যেতে পারে ম্যাক্সিকে।
ম্যাক্সওয়েলকে না পাওয়া গেলে নিউজিল্যান্ডের কলিন ডি গ্র্যান্ডহোমকে নিতে পারে প্রীতির দল। ড্যানিয়েল স্যামসকেও দলে নিতে পারে কিংস ইলেভেন পাঞ্জাব। বিগ ব্যাশ লিগে ঝড় তুলেছেন এই অলরাউন্ডার। এছাড়া ক্যারিবিয়ান অলরাউন্ডার কার্লোস ব্রেথওয়েটকেও নিতে পারে পঞ্জাব।
বিডি প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ