২২ ফেব্রুয়ারি, ২০২০ ১৭:৩১
নাঈমের ৪ উইকেট

শেষ বিকেলে সেঞ্চুরিয়ান আরভিনকে ফেরানোর স্বস্তি বাংলাদেশের

অনলাইন ডেস্ক

শেষ বিকেলে সেঞ্চুরিয়ান আরভিনকে ফেরানোর স্বস্তি বাংলাদেশের

সংগৃহীত ছবি

স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টে প্রথম দিন শেষে সফরকারী জিম্বাবুয়ের সংগ্রহ ৬ উইকেটে ২২৮ রান। মিরপুর শেরে-বাংলা স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং করতে নেমে সেঞ্চুরি (১০৭) করেছেন জিম্বাবুয়ের ভারপ্রাপ্ত অধিনায়ক ক্রেইগ আরভিন। প্রথম দিনের শেষের আগের ওভারে তাকে ফিরিয়ে টাইগার শিবিরে স্বস্তি এনে দিয়েছেন নাঈম হাসান। কেননা ভারপ্রাপ্ত অধিনায়কের সেঞ্চুরির পরও খুব বেশি রান করতে পারেনি জিম্বাবুয়ে। বাংলাদেশের পক্ষে ৬৮ রান ৪ উইকেট শিকার করে সেরা বোলার স্পিনার নাইম হাসান।

এর আগে, শনিবার মিরপুরের শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টে টসে হেরে ফিল্ডিংয়ে নামে বাংলাদেশ। শুরু থেকেই নিয়ন্ত্রিত বোলিং করতে থাকেন টাইগার বোলাররা। কেভিন কাসুজাকে ফিরিয়ে দিনের প্রথম সাফল্য এনে দেন আবু জায়েদ। দলীয় ৭ রানের মাথায় ব্যক্তিগত ৪ রান করে নাঈমের হাতে ধরা পড়েন কাসুজা। তবে মধ্যাহ্ন বিরতি পর্যন্ত আর সাফল্যের দেখা পায়নি টাইগার বোলাররা। জিম্বাবুয়ে প্রথম ইনিংসের প্রথম সেশনে ১ উইকেটে ৮০ রান নিয়ে লাঞ্চ বিরতিতে যায়। 

দ্বিতীয় উইকেট জুটিতে জিম্বাবুয়েকে পথ দেখান মাসভাউরে ও আরভিন। বাংলাদেশের বোলারদের বেশ ভালোভাবেই খেলতে থাকেন তারা। তবে বিরতির পর দু’জনের ১১১ রানের জুটি ভাঙেন নাঈম। মাসভাউরেকে নিজের বলে নিজেই তালুবন্দী করেন নাঈম। জিম্বাবুয়ে ওপেনারের ১৫২ বলে ৬৪ রানের ইনিংসটি সাজানো ছিল ৯ চারে। এরপর একে একে ব্রেন্ডন টেইলর (১০) ও সিকান্দার রাজাকেও (১৮) ফিরিয়ে দেন নাঈম। কিন্তু টাইগার বোলাররা শত চেষ্টা করেও আরভিনকে সেঞ্চুরি বঞ্চিত করতে পারেননি। মাঝখানে আবু জায়েদের দ্বিতীয় শিকার হয়ে টিমিসেন মারুমা (৭) সাজঘরে ফিরলেও টেস্ট ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি উদযাপন করেন ৩৪ বছর বয়সী বাঁ-হাতি ব্যাটসম্যান। 

তবে সেঞ্চুরির পর ঠিকই নাঈমের ঘূর্ণিতে কাবু হয়েছেন আরভিন। তার ২২৭ বলে ১০৭ রানের ইনিংসটি সাজানো ছিল ১৩ চারে। রবিবার প্রথম ইনিংসের দ্বিতীয় দিন শুরু করবেন জিম্বাবুয়ের দুই অপরাজিত ব্যাটসম্যান রেগিস চাকাবা (৯) ও ডোনাল্ড তিরিপানো (০)। 

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর