২৫ ফেব্রুয়ারি, ২০২০ ১১:৩০

মুশফিকের ‘ডাইনোসর উদযাপনের’ রহস্য কী?

অনলাইন ডেস্ক

মুশফিকের ‘ডাইনোসর উদযাপনের’ রহস্য কী?

ছবি : রোহেত রাজীব

মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে সোমবার বাংলাদেশের প্রথম ইনিংসে ডাবল-সেঞ্চুরি করেন টাইগার তারকা মুশফিকুর রহিম।

এদিন এইন্সলে এনলোভুর বলে শটটা খেলেই পয়েন্টে চোখ রেখে ভোঁ-দৌড় দেন মুশফিক। উইকেটের অপরপ্রান্তে পৌঁছানোর আগেই দেখলেন বলটা সীমানা দড়িতে স্পর্শ করেছে। উদযাপনের শুরুতে একটু থামলেনও। তারপর ব্যাট ঘুরিয়ে, লাফিয়ে শূন্যে উঠে ক্যারিয়ারের তৃতীয় ডাবল সেঞ্চুরি উদযাপন করেন মুশফিকুর। শেষটায় হাত দিয়ে কিছু একটা এঁকে দেখালেন মুশফিক।

দিন শেষে সংবাদ সম্মেলনে জানালেন, ছেলে মায়ানের ডাইনোসর খুব পছন্দ। ছেলের জন্যই হাত দিয়ে ডাইনোসরের ছবি এঁকেই ডাবলের উদযাপন করেছেন মুশফিক।

তিনি বলেন, এটা (উদযাপন) আমি আগে থেকে চিন্তা করি নাই। ডাবল হান্ড্রেড করার পরে আমার ছেলে আসলে ডাইনোসরের খুব বড় ফ্যান। ও সবসময় ডাইনোসর দেখলে অন্যরকম সেলিব্রেশন করে। সেটাই করার চেষ্টা করছিলাম। আমার ডাবল সেঞ্চুরিটা ওর জন্য।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর