নারী দিবসে মাঠে গড়াতে যাচ্ছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে। বিশেষ এই দিনে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হতে যাচ্ছে ভারত ও অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল।
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে রবিবার বাংলাদেশ সময় দুপুর একটায় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নামবে দল দুটি। জয় পেলে প্রথমবারের মতো শিরোপা জয়ের আনন্দে মাতবে ভারত। আর অস্ট্রেলিয়ার হাতে ধরা দেবে পঞ্চম শিরোপা।
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে এবারই প্রথম ফাইনালে উঠেছে ভারত। টুর্নামেন্টে দারুণ দাপট দেখাচ্ছে তারা। গ্রুপের চার ম্যাচের সবকটিতে জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে সেমি-ফাইনালে উঠেছে ভারত।
ইংল্যান্ডের বিপক্ষে ভারতের সেমি-ফাইনাল লড়াই বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। গ্রুপ পর্বের পারফরম্যান্সের জোরে ফাইনালে উঠে হারমনপ্রীত কাউরের দল।
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া সেমি-ফাইনালে রোমাঞ্চকর লড়াইয়ে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ফাইনালে এসেছে। গ্রুপ পর্বেও দলটির পারফরম্যান্স ছিল অসাধারণ।
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ও স্বাগতিক বলেই ফাইনালে এগিয়ে থাকছে অস্ট্রেলিয়া। এর আগে পাঁচবার ফাইনাল খেলায় শিরোপার চূড়ান্ত লড়াইয়ের চাপ কেমন সেসবের অভিজ্ঞতাও আছে দলটির।
বিডি প্রতিদিন/কালাম