আজ ৮ মার্চ, আন্তর্জাতিক নারী দিবস। ১৯৭৫ সাল থেকে প্রতি বছরের ন্যায় এবারও বিশ্বব্যাপী পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। বিশেষ এই দিবসে কিংবদন্তী ক্রিকেটার শচীন টেন্ডুলকার ধন্যবাদ জানিয়েছেন ৫ জন নারীকে, যারা না থাকলে, তার জীবনটা হয়তো এতো সুন্দর হতো না।
শচীন বলেন, ৫ জন নারী আমার জীবনে খুব প্রভাব রেখেছে। তারা হলেন, আমার মা, খালা, আমার স্ত্রী, আমার শাশুড়ি ও আমার মেয়ে সারা। তাদের ছাড়া জানি না আমি কিছু করতে পারতাম কিনা।
অন্যদিকে, যে বিরাট কোহলিকে নিয়ে এতো আলোচনা সমালোচনা, তিনিও নারী দিবস নিয়ে জানাতে ভুললেন না নিজের অভিব্যক্তি। ভিডিও বার্তায় কোহলি বলেন, আজকের নারী দিবসে আমি পুরুষদের কিছু বলতে চাই। নারীরা ছাড়া আমরা কিছুই না। তাই আমাদের উচিত সব ক্ষেত্রেই তাদের সহায়তা করা।
বিডি-প্রতিদিন/শফিক