শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগে পেটের পীড়ায় আক্রান্ত হয়েছেন ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস। যার কারণে সফরে শ্রীলঙ্কা বোর্ড প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ থেকে ছিটকে গেছেন ২৮ বছর বয়সী এই তারকা। কলম্বোর পি সারা ওভালে প্রস্তুতিমূলক ম্যাচটিতে স্টোকসের পরিবর্তে তার নির্ধারিত ব্যাটিং পজিসন পাঁচে ব্যাট করেছেন ওলি পোপ। ২২ বছর বয়সী উইকেটরক্ষক-ব্যাটসম্যান সুযোগ পেয়ে খেলেছেন ৯৫ রানের ইনিংস।
ম্যাচটিতে আর মাঠে নামা হচ্ছে না স্টোকসের। তার পরিবর্তে ইংল্যান্ড দলে এসেছেন লেগ-স্পিনার ম্যাট পার্কিনসন।
ইংলিশ অলরাউন্ডারের পেটের পীড়া করোনাভাইরাসের সঙ্গে সংশ্লিষ্ট নয় জানিয়ে দিয়েছে টিম কর্তৃপক্ষ।
ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড জানায়, ‘ইংল্যান্ড অলরাউন্ডার বেন স্টোকস আজ মাঠে আসবে না এবং তার পেটের পীড়া পর্যবেক্ষণ করা হবে। লন্ডন থেকে পূর্ণাঙ্গ প্রতিবেদন না আসা পযর্ন্ত সে টিম হোটেলে থাকবে।’
বিষয়টি যে কোভিড-১৯ সম্পর্কিত কোনো ভাইরাল ইস্যু নয় তাও বিবৃতি জানিয়েছে ইসিবি, ‘স্পষ্ট যে, এটা কোনো ভাইরাল ইস্যু নয় অথবা কোভিড-১৯ সম্পর্কিত নয়।’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ