২১ মে, ২০২০ ০২:৫০

নির্বাসনের বিরুদ্ধে আবেদন করলেন উমর আকমল

অনলাইন ডেস্ক

নির্বাসনের বিরুদ্ধে আবেদন করলেন উমর আকমল

ফাইল ছবি

দুর্নীতির জন্য পিসিবি তিন বছরের জন্য নির্বাসিত করেছে তাকে। এবার সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন করলেন পাকিস্তানি ক্রিকেটার উমর আকমল। 

জানা গেছে যে, আকমলের আবেদনের নিরিখে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) একটি নিরপেক্ষ প্যানেল গঠন করবে। তারাই এই আবেদনের ব্যাপারে সিদ্ধান্ত নেবে।

গত মাসে পিসিবি সমস্ত রকমের ক্রিকেট থেকে নির্বাসিত করেছিল উমর আকমলকে। বছরের শুরুতে পাকিস্তান সুপার লিগে তাঁকে ম্যাচ গড়াপেটার প্রস্তাব দেওয়া হয়। কিন্তু এই ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কিছু জানাননি আকমল। 

এর পরিপ্রেক্ষিতেই পাকিস্তান সুপার লিগে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের ক্রিকেটারকে নির্বাসিত করা হয়েছিল। দুর্নীতিদমন শাখার আইন দু’বার ভাঙার দায়ে অভিযুক্ত হয়েছিলেন তিনি।

২৯ বছর বয়সি উমর আকমলকে গত বছর অক্টোবরে শেষ বার পাকিস্তানের হয়ে খ‌েলতে দেখা গিয়েছিল। এখনও পর্যন্ত ১৬ টেস্ট, ১২১ ওয়ানডে ও ৮৪ টি টি-২০ খেলেছেন তিনি। 


বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর