করোনাভাইরাস পরিস্থিতিতে বন্ধ হয়ে যাওয়ার পর ৮ জুলাই ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট। ইংল্যান্ড আতিথেয়তা দেবে ওয়েস্ট ইন্ডিজকে। সাউদাম্পটনের এজেস বউল স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। ম্যাচটি হবে দর্শক শূন্য স্টেডিয়ামে ও জীবাণুমুক্ত পরিবেশে।
দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেট ফেরায় সেই মঞ্চে বর্ণবাদের বিরুদ্ধে আওয়াজ তোলার পরামর্শ ইংল্যান্ডের হয়ে ৫০ টেস্ট খেলা সাবেক ক্রিকেটার মন্টি পানেসারের।
স্কাই স্পোর্টসকে পানেসার বলেছেন,‘‘‘ব্ল্যাক লাইভস মেটার্স’’ আন্দোলনে সমর্থন জানানোর জন্য টেস্ট ম্যাচ শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করা যায়। আমরা বিশ্বকে বার্তা দিতে চাই যে, আমাদের সমাজে বর্ণবাদ থাকলে আমরা খেলতে যাব না। আমি মনে করি এটা উদাহরণ হয়ে থাকবে। খেলাধুলা শক্তিশালী বার্তা ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে একটি ভূমিকা পালন করে।’
তার ভাষ্যে,‘আমি মনে করি ফুটবলের তুলনায় ক্রিকেটে বর্ণবাদই আচরণ কম হয়। তবে এটা হতে পারে না। আমাদেরকে প্রতিবাদ করতে হবে। দেখুন আয়াক্স প্রতিবাদ করেছে বর্ণবাদের বিরুদ্ধে।’
যুক্তরাষ্ট্রে পুলিশের হাতে নিহত কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যুতে উত্তাল গোটা বিশ্ব। তার হত্যার প্রতিবাদ হচ্ছে সর্বত্র জুড়ে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ