রবিবারের দুপুরে খবরটা এলো বড় এক ধাক্কার মতো। 'ধোনি : দ্য আনটোল্ড স্টোরি' সিনেমার মূল চরিত্রে অভিনয় করে সুনাম কুড়ানো সুশান্ত সিং রাজপুত আত্মহত্যা করেছেন! আজ মুম্বাইয়ের ফ্ল্যাট থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধোনি চরিত্রে অভিনয় করে ক্রিকেটাঙ্গনের কাছের মানুষ হয়ে উঠেছিলেন সুশান্ত। তার মৃত্যুতে তাই ক্রিকেটাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।
সাবেক ও বর্তমান ক্রিকেটাররা সুশান্তর এই অকাল মৃত্যুতে হতবাক হয়ে গেছেন। ভারতের সাবেক ওপেনার বীরেন্দ্র শেবাগ টুইটারে লিখেছেন, 'জীবন বড়ই কঠিন এবং আমরা জানি না সামনে কি হতে যাচ্ছে। ওম শান্তি সুশান্ত সিং রাজপুত...।' জনপ্রিয় ধারাভাষ্যকার হার্ষা ভোগলে লিখেছেন, 'স্বীকার করতেই হবে যে প্রচণ্ড ধাক্কা খেয়েছি!'
ভারতের সাবেক পেস বোলিং অল-রাউন্ডার ইরফান পাঠান টুইটারে লিখেছেন, 'সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার খবরে প্রচণ্ড ধাক্কা খেয়েছি। তার পরিবারের জন্য আমার সমবেদনা রইল।' হরভজন সিং লিখেছেন, 'দয়া করে কেউ আমাকে বলুক এটা একটা ফেইক নিউজ! সুশান্ত সিং রাজপুত নেই বিশ্বাসই করতে পারছি না। খুব কষ্টকর...'
মোহাম্মদ কাইফ লিখেছেন, 'খবরটি শুনে প্রচণ্ড ধাক্কা খেয়েছি, এরপর কষ্ট পেয়েছি। সুশান্ত সিং রাজপুত আর নেই। আমি কল্পনাতেও ভাবতে পারিনি ওর মতো একজন এমন কাজ করতে পারে!' ইউসুফ পাঠান লিখেছেন, 'সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার খবরে প্রচণ্ড ধাক্কা খেয়েছি। তার পরিবারের জন্য আমার সমবেদনা।' এমন অসংখ্য তারকাদের পোস্টে ভারী হয়ে উঠেছে সোশ্যাল সাাইট।
বিডি-প্রতিদিন/শফিক