করোনাভাইরাসের তাণ্ডবে লন্ডভন্ড পুরো বিশ্ব। এর প্রভাব পড়েছে ক্রীড়াজগতেও। এবার টেনিস দুনিয়ায় হানা দিল প্রাণঘাতী এই ভাইরাস। কোভিড পজেটিভ হয়েছেন বুলগেরিয়ান তারকা গ্রিগর দিমিত্রোভ। এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন দিমিত্রোভ নিজেই।
বেলগ্রেডে আদ্রিয়া ট্যুর প্রদর্শনীর প্রথম লেগে গত সপ্তাহে খেলেছেন দিমিত্রোভ। পরে শারীরিক অসুস্থতার কারণে সড়ে দাঁড়ান প্রতিযোগিতা থেকে। জ্বর থাকায় করা হয় করোনা পরীক্ষা। টেস্টের আসে পজেটিভ। ফলে চলে যান আইসোলেশসনে। সঙ্গে বাড়তি সতর্কতা হিসেবে বাতিল করা হয় আদ্রিয়া ট্যুরের ফাইনাল। যেখানে নোভাক জোকোভিচের মুখোমুখি হওয়ার কথা ছিল রাশিয়ার আন্দ্রে রুবলেভের।
দিমিত্রোভ জানান, কোভিড পজেটিভ হলেও শারীরিকভাবে সুস্থ আছেন তিনি।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ