পাকিস্তানের ক্রিকেটে ম্যাচ ফিক্সিং নতুন কিছু নয়। বিভিন্ন সময় শাস্তিও পেয়েছেন অনেক ক্রিকেটার। কিন্তু দেশটির ক্রিকেটে এতো ম্যাচ ফিক্সিংয়ের ঘটনা কেন? এ নিয়ে এবার মুখ খুলেছেন পাকিস্তানের সাবেক পেসার আকিব জাবেদ। তার মতে ফিক্সিংয়ের হোতারা এতটাই শক্তিশালী, তাদের প্রস্তাবে রাজি না হলে শেষ হয়ে যেতে পারে ক্যারিয়ারটাই।
আকিব জাবেদ বলেন, দেখুন আমি মাত্র ১০ বছর ক্রিকেট খেলেছি। অথচ আমার ক্যারিয়ার এতো ছোট হওয়ার কথা ছিলো না। সেলিম পারভেজের কাছ থেকে আমি প্রথমে ফিক্সিংয়ের প্রস্তাব পাই। দামি গাড়ি এবং কয়েক কোটি রুপি দেয়ার কথা বলে আমাকে বলা হয়েছিলো ম্যাচ ফিক্সিং করতে। সেইসঙ্গে বলা হয়, যদি রাজি না হই, তবে আমার ক্যারিয়ার শেষ হয়ে যাবে। তবুও আমি এর বিরুদ্ধে শক্ত অবস্থান নেই এবং সেখান থেকে নড়িনি। যদিও আমার এমন দৃঢ় অবস্থানের জন্য বিভিন্ন সফরেই বাদ পড়তে থাকি। অবশ্য এ নিয়ে আমার কোনো আক্ষেপ নেই।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ