অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ১-০ গোলের জয় পেয়েছে স্বাগতিক বার্সেলোনা। এ জয়ে লিগ টেবিলের শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে বার্সা। এর আগের ম্যাচে গোলশূন্য ড্র হয়েছিল সেভিয়ার বিপক্ষে। সেই সুযোগ নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে যায় রিয়াল মাদ্রিদ।
মঙ্গলবার রাতে নিজেদের ঘরের মাঠে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে জয়টি মোটেও সহজ ছিল না। ইভান রাকিটিচের একমাত্র গোলে ১-০ গোলের জয় পেয়েছে বর্তমান লিগ চ্যাম্পিয়নরা। ম্যাচের ৭১ মিনিটে অধিনায়ক মেসির কাছ থেকে বল পেয়ে বুলেট গতির শটে জাল কাঁপান ক্রোয়েশিয়ান মিডফিল্ডার ইভান রাকিটিচ। প্রায় এক বছর পর গোলের দেখা পেলেন তিনি। এ গোলের সুবাদেই পূর্ণ তিন পয়েন্ট নিশ্চিত হয় বার্সেলোনার।
লিগের ৩১ ম্যাচ শেষে বার্সেলোনার সংগ্রহ ৬৮ পয়েন্ট। এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদের ঝুলিতে রয়েছে ৬৫ পয়েন্ট।
বিডি প্রতিদিন/ফারজানা