ক্রিকেটার, সাপোর্ট স্টাফ, হোটেল স্টাফ ও ভেন্যু স্টাফ মিলিয়ে সাত শতাধিক ব্যক্তির করোনা পরীক্ষা করিয়েছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। প্রত্যেকেই নেগেটিভ হয়েছেন। করোনার বাধা পেরিয়ে আগামী জুলাইতেই নিশ্চিতভাবেই ক্রিকেট ফিরতে যাচ্ছে ইংল্যান্ডে।
ইসিবি এক বিবৃতিতে জানিয়েছে, ৩ জুন থেকে ২৩ জুনের মধ্যে বিভিন্ন গ্রুপের মাধ্যমে অ্যাজেস বোল ও ওল্ড ট্র্যাফোডে ৭০২ জনের করোনা পরীক্ষা করানো হয়েছে। আমরা নিশ্চিতভাবেই বলতে পারি ৭০২ জনই নেগেটিভ হয়েছে এই পরীক্ষায়। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে ইতোমধ্যেই দেশটিতে পৌঁছে কোয়ারেন্টিনে আছে ওয়েস্ট ইন্ডিজ দল।
আগামী ৮ জুলাই অ্যাজেস বোলে সিরিজের প্রথম টেস্ট শুরু হবে। সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে ১৬ জুলাই এবং তৃতীয় টেস্ট শুরু হবে ২৪ জুলাই। শেষ ম্যাচ দুটির ভেন্যু ওল্ড ট্র্যাফোড। ওয়েস্ট ইন্ডিজের পড় পাকিস্তানের বিপক্ষে খেলার কথা ইংল্যান্ডের। তবে ইংল্যান্ড সফরের জন্য যে দল ঘোষণা করেছে পাকিস্তান, সেই দলে মোট দশ ক্রিকেটার করোনা পজিটিভ ধরা পড়ে।
বিডি প্রতিদিন/আরাফাত