নারীদের বিশ্বকাপ ২০২৩ যৌথভাবে আয়োজন করবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফা শুক্রবার আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দিয়েছে। ২০২৩ সালের ১০ জুলাই থেকে ১০ আগস্ট মাসব্যাপী এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।
ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, এটা শুধু নারীদের বিশ্বকাপ নয়, এটি বিশ্বকাপ। আমাদের বিষয়টি উপলব্ধি করা প্রয়োজন। নারীরা মোট জনসংখ্যার অর্ধেক। পুরুষদের বিশ্বকাপের পর এটি সমগ্র বিশ্বের দ্বিতীয় বৃহত্তম টুর্নামেন্ট।
নারীদের বিশ্বকাপ ২০২৩ এর সম্ভাব্য আয়োজক হওয়ার দৌড়ে আগেই নাম প্রত্যাহার করেছিল ব্রাজিল ও জাপান। প্রতিদ্বন্দ্বিতায় ছিল শুধু কলম্বিয়া। তারা পেয়েছে মোট ১৩ ভোট। মোট ৩৫ ভোটের মধ্যে ২২ ভোট পাওয়ায় আনুষ্ঠানিকভাবে আয়োজক হওয়ার সুযোগ পেয়েছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।
সূত্র: সিডনি মর্নিং হেরাল্ড
বিডি প্রতিদিন/ফারজানা