২০১৯ ইংল্যান্ড বিশ্বকাপের ফাইনালে স্বাগতিক ইংল্যান্ডের কাছে সুপার ওভারে হেরে রানার্সআপ হয়েছিল নিউজিল্যান্ড, যা ছিল একটি দুঃস্বপ্নের মতো। অবশ্য সুপার ওভারেও দুই দলের স্কোর সমান ছিল। কিন্তু বাউন্ডারির হিসেবে চ্যাম্পিয়ন হয়ে যায় ইংল্যান্ড।
তবে এতদিন পর নিউজিল্যান্ড দলের সিনিয়র ক্রিকেটার রস টেলর বললেন, তিনি জানতেনই না ফাইনালে সুপার ওভার আছে। এই কিউই ক্রিকেটারের মতে ওয়ানডেতে সুপার ওভার থাকার কোনও মানেই নেই।
বিশ্বকাপ ফাইনাল টাই হওয়ার পর সুপার ওভার ও পরে বাউন্ডারির সংখ্যায় চ্যাম্পিয়ন নির্ধারণ নিয়ে সমালোচনা হয়েছে ঢের। এর মধ্যে নিয়মও বদলে ফেলা হয়েছে। এখন থেকে সুপার ওভার টাই হলে আরেকটা সুপার ওভার হবে। জয়-পরাজয় নির্ধারিত হওয়ার আগ পর্যন্ত তা চলতে থাকবে।
তবে টেলর বলছেন, ‘ওয়ানডে ম্যাচে সুপার ওভারের ব্যাপারটি এখনও আমার বোধগম্য নয়। ওয়ানডে ম্যাচ এত লম্বা সময় ধরে খেলা হয় যে, ‘টাই’ ম্যাচ ‘টাই’ হিসেবে থেকে গেলেও সমস্যার কিছু দেখি না। ১০০ ওভার শেষেও যদি দেখা যায় যে দুই দল সমতায়, তাহলে টাই তো খারাপ কিছু নয়।’
এক্ষেত্রে বিশ্বকাপের মতো আসরে যৌথভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করা উচিত বলে মনে করেন টেলর। গত বছরের ফাইনাল প্রসঙ্গে তিনি বলেন, ‘বিশ্বকাপে সত্যি বলতে আমি আম্পায়ারের কাছে গিয়ে বলেছিলাম, দারুণ ম্যাচ হল। জানতামই না যে সুপার ওভার আছে!’
বিডি প্রতিদিন/কালাম