এফএ কাপের কোয়ার্টার ফাইনালে শনিবার রাতে অতিরিক্ত সময়ে ২-১ ব্যবধানে ১০ জনের নরউইচ সিটিকে হারিয়ে শেষ চারে নাম লিখিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। এ নিয়ে ৩০তম বারের মতো এফএ কাপের সেমিফাইনালে নাম লেখালো রেড ডেভিলসরা।
কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনো দল। বিরতির পর ৫১ মিনিটে ওডিওন ইগহালো গোল করে এগিয়ে নেন ম্যানইউকে। ৭৫ মিনিটে নরউইচের টড ক্যান্টওয়েল গোল করে সমতা ফেরান। জমিয়ে তোলেন ম্যাচ। ৮৯ মিনিটে নরউইচের টিম ক্লোসে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। তাতে দশজনের দলে পরিণত হয় নরউইচ। ১০ জন নিয়েও অতিরিক্ত সময়ে দারুণ লড়াই করে তারা। কিন্তু অন্তিম মুহূর্তে (১১৮ মিনিটে) হ্যারি মাগুইর গোল করে সেমিফাইনালের টিকিট পাইয়ে দেন ম্যানইউকে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ