১২ আগস্ট, ২০২০ ০৩:০০

ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে ঘুরে দাঁড়াবে পাকিস্তান: মিসবাহ

অনলাইন ডেস্ক

ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে ঘুরে দাঁড়াবে পাকিস্তান: মিসবাহ

ফাইল ছবি

ইংল্যান্ডের বিরুদ্ধে বৃহস্পতিবার (১৩ আগস্ট) থেকে শুরু হতে চলা দ্বিতীয় টেস্টে পাকিস্তান ঘুরে দাঁড়াবে বলে মনে করেন পাকিস্তানি কোচ মিসবাহ-উল হক। করোনা ভাইরাসের কারণে প্রায় ৬ মাস মাঠের বাইরে থাকা পাকিস্তান ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজের প্রথম টেস্ট হেরেছে।

করোনা আবহে পাকিস্তানের এটাই প্রথম সিরিজ হলেও ইংল্যান্ডের এটি দ্বিতীয় সিরিজ। জুলাইয়ে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন টেস্টের সিরিজ খেলেছে রুট বাহিনী। প্রথম টেস্ট হেরেও ক্যারিবিয়ানদের বিরুদ্ধে তিন টেস্টের সিরিজ জিতেছে ইংল্যান্ড।

তবে ইংল্যান্ডের বিরুদ্ধে তাঁদের রেকর্ড আশা জাগাচ্ছে পাকিস্তানকে। কারণ গত ১০ বছরে ইংল্যান্ডর বিরুদ্ধে টেস্ট সিরিজ হারেনি পাকিস্তান। এবারও প্রথম টেস্টে প্রথম ইনিংসে একশ'র বেশি রানের লিড নিয়েও হেরেছে পাকিস্তান। ২৭৭ রান করতে নেমে ১১৭ রানে পাঁচ উইকেট হারালেও ক্রিস ওকস ও জোস বাটলারের ব্যাটে তিন উইকেটে প্রথম টেস্ট জিতে নেয় ইংল্যান্ড। ৮৪ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচের সেরা হন ওকস।

কিন্তু দ্বিতীয় টেস্টে দল ঘুরে দাঁড়াবে বলে আশাবাদী পাকিস্তান কোচ। মিসবাহ পাকিস্তান ক্রিকেট বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত একটি কলামে লিখেছেন, ‘আপনি হেরে গেলে নিজেকে অভিশাপ দেওয়া সহজ। তবে, আমাদের মনে রাখা উচিত যে, আমরা খেলার শেষ সেশন পর্যন্ত এগিয়ে ছিলাম। আমরা সিরিজে ফিরে আসার জন্য যথাসাধ্য চেষ্টা করব। আমি বিশ্বাস করি, দল হিসেবে আমরা তা করতে সক্ষম।’

ওল্ড ট্র্যাফোর্ডে পাকিস্তান হারলেও ওপেনার শান মাসুদের ১৫৬ রানের দুরন্ত ইনিংস এবং লেগ-স্পিনার ইয়াসির শাহের আট উইকেট দলের কাছে অত্যন্ত ইতিবাচক। প্রথম ইনিংসে ৩২৬ রান তোলা পাকিস্তান দ্বিতীয় ইনিংসে ১৭৯ রানে শেষ হয়ে যায়। স্বভাবতই এতে হতাশ মিসবাহ। তিনি বলেন, ‘অবশ্যই আমাদের ১০ থেকে ১৫ শতাংশ উন্নতি করতে হবে এবং চাপের মুখে আমাদের আরও ভালোভাবে পরিস্থিতির মোকাবিলা করতে হবে। এর জন্য আমাদের মানসিকভাবে হতাশ হওয়া উচিত নয়।’

তিনি আরও বলেন, অবশ্যই হতাশা রয়েছে। তবে আমাদের এই অনুভূতিটি মনে মনে রাখা উচিত নয়। নাহলে আমাদের ফিরে আসা কঠিন হবে। তবে দল বিশ্বাস করে আমরা ফিরে আসবই৷। এদিকে, প্রথম টেস্টে হারের জন্য আজহার আলির নেতৃত্বকে দুষেছেন সাবেকরা। তবে এ নিয়ে আলির পাশে দাঁড়িয়েছেন প্রাক্তন পাক অধিনায়ক তথা ওল্ড ট্র্যাফোর্ড টেস্টের দ্বাদশ ব্যক্তি সরফরাজ আহমেদ।

 

বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর