ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার মন্টি পানেসার মহেন্দ্র সিং ধোনির বিরুদ্ধে খেলার অভিজ্ঞতা শেয়ার করলেন। উইকেটের পিছনে সাবেক ভারতীয় অধিনায়কের কৌশল ধরে ফেলেছিলেন ভারতীয় বংশোদ্ভূত সাবেক এই ইংল্যান্ড স্পিনার।
উইকেটের পিছনে দাঁড়িয়ে কীভাবে ধোনি চালাকি করতেন সম্প্রতি এক সাক্ষাৎকারে পানেসার সেকথা জানান। ভারতীয় উইকেটরক্ষক নিয়মিতভাবে তার বোলারদের একটি বিশেষ উপায়ে বোলিং করার নির্দেশ দিতেন। যখন তিনি ইনকামিং ডেলিভারি সম্পর্কে কোনও জ্ঞান না থাকার ভান করেছিলেন।
স্মৃতিচারণ করে পানেসার বলেন, আমি বোলারদের বিশেষত স্টাম্পের পিছনের স্পিনারদের প্রতি ধোনির পরামর্শগুলি মনে করি। আমি হিন্দি এবং পাঞ্জাবি অনেকাংশে বলতে পারি। এমএসডি ভেবেছিল আমি বুঝতে পারি না। আমি সব শুনেছি, তবে আমি ধোনির মতোও অভিনয় করেছি, যেন আমি কিছুই শুনিনি। তবে আমি সব জানতাম। বিশ্বাস করুন, ধোনি বেশ কয়েকবার এই কাজ করেছিল এবং উইকেট পেয়েছিল। ধোনি সম্পর্কে আমি এটাই পছন্দ করি এবং আমি গর্বিত যে আমি তার বিপক্ষে খেলেছি।
পানেসার অবশ্য ধোনিকে অন্য ক্রিকেটারের মন বোঝার ক্ষেত্রে কৃতিত্ব দিয়েছিলেন। অন্যদিকে, তার প্রতিপক্ষ হিসেবে ধোনিকে পড়তে ব্যর্থ হয়েছিল বলে মনে করেন তিনি। পানেসর বলেন, ধোনি অন্য ক্রিকেটারদের ভালো বুঝতে পারত। কিন্তু অন্যরা তাকে পড়তে পারেনি। এটি ছিল ধোনির অনন্য শক্তি। ধোনির ক্রিজে থাকা অবস্থায় তার মনে কী চলছে, তা আপনি কখনই জানতে পারতেন না। শেষ তিন ওভারে প্রতি ওভারে ভারতের জয়ের জন্য ১৫ রান দরকার। আর সে তা পেরেছিল। সে কীভাবে এটা করল? এটাই ধোনির সিক্রেট।
উল্লেখ্য, গত ১৫ অগস্ট ভারতের ৭৪তম স্বাধীনতা দিবসে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন ধোনি। সেই সঙ্গে শেষ হয়েছে ধোনির ১৬ বছরের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও আসন্ন আইপিএলে ধোনিকে খেলতে দেখা যাবে। সংযুক্ত আরব আমিরআমিরাতে ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলা আইপিএলে চেন্নাই সুপার কিংসের জার্সিতে দলকে নেতত্ব দেবেন তিন বারের আইপিএল চ্যাম্পিয়ন ধোনি।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ