নিজেদের দ্বিতীয় ম্যাচেও জয় অধরাই থেকে গেল জার্মানির। বাসেলে সোমবার রাতে নেশন্স লিগে সুইজারল্যান্ডের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে ২০১৪ সালের বিশ্ব চ্যাম্পিয়নরা।
লিগ ‘এ’র ৪ নম্বর গ্রুপের ম্যাচে জার্মানি বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল। ১৪তম মিনিটেই এগিয়ে যায় তারা। ২০ গজ দূর থেকে দারুণ দক্ষতায় জাল খুঁজে নেন ম্যানসিটির মিডফিল্ডার ইলকাই গুন্দোগান।
ঘরের মাঠে খেলতে নামা সুইজারল্যান্ড দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরে।
৫৭ মিনিটের সময় সিলভান উইডমার পাল্টা আক্রমণ থেকে গোল শোধ দেন। ব্রিল এম্বোলোর পাস ডি-বক্সে ডান দিকে ফাঁকায় পেয়ে জোরালো শটে ঠিকানা খুঁজে নেন এই রাইট-ব্যাক। আসরে এই প্রথম পয়েন্ট পেল সুইজারল্যান্ড।
তিন দিন আগে উদ্বোধনী দিনে ঘরের মাঠে স্পেনের বিপক্ষে যোগ করা সময়ের শেষ দিকে গোল খেয়ে ১-১ ড্রয়ে মাঠ ছেড়েছিল জার্মানি। দুই বছর আগে এই প্রতিযোগিতায় নিজেদের প্রথম আসরে খেলতে এসেও জয়শূন্য ছিল তারা।
একটি করে জয় ও ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে স্পেন। প্রথম হারের স্বাদ পাওয়া ইউক্রেন ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। ২ পয়েন্ট নিয়ে তৃতীয় জার্মানি। সুইজারল্যান্ডের পয়েন্ট ১।
বিডি প্রতিদিন/কালাম