শিরোনাম
১৭ সেপ্টেম্বর, ২০২০ ১৬:৫৩

নেইমারকে 'বাঁদর' বলে প্রাণনাশের হুমকি পাচ্ছেন গঞ্জালেস!

অনলাইন ডেস্ক

নেইমারকে 'বাঁদর' বলে প্রাণনাশের হুমকি পাচ্ছেন গঞ্জালেস!

লিগ ওয়ানের ম্যাচে পিএসজি এবং মার্সেইয়ের ফুটবলারদের মারামারি নিয়ে উত্তপ্ত হয়ে আছে ফরাসি ফুটবল। ইতোমধ্যেই দুই দলের ফুটবলারদের শাস্তি ঘোষণা করা হয়েছে। নেইমার ২ ম্যাচ নিষিদ্ধ হয়েছেন। লাল কার্ড দেখা আরও ৪ জন বিভিন্ন মেয়াদে শাস্তি পেয়েছেন। এদিকে আলভারো গঞ্জালেসের বিরুদ্ধে নেইমার বর্ণবাদের অভিযোগ তোলায় তদন্ত চলছে। তবে আলভারো গঞ্জালেসের জীবনে নেমে এসেছে চরম দুর্দিন।

ম্যাচ শেষে সোশ্যাল সাইটে নিজের ক্ষোভ উগড়ে দেন নেইমার, 'আমার একটাই দুঃখ, এই বদমাশকে চর মারলাম না কেন।' এরপর আরেকটি টুইটে সব ক্ষোভ উগড়ে দিয়ে নেইমার বলেন, 'ভিএআর আমার আগ্রাসী আচরণটাই খুব সহজে দেখা গেল। ওই বর্ণবিদ্বেষী ফুটবলার যে আমাকে বাঁদর বলে গালি দিল, এখন আমি সে ছবিটা দেখতে চাই। আমি এখন সেটা দেখতে চাই। কী হলো, দেখাও। আমাকে তো ঠিকই শাস্তি দেওয়া হলো, মাঠ থেকে বের করে দেওয়া হলো; এখন ওদের শাস্তি হবে না? কী ব্যাপার?'

এরপর ব্রাজিলের মিডিয়ায় আলভারো গঞ্জালেসের মোবাইল নাম্বার ছড়িয়ে দেওয়া হয়। তার জীবনে নেমে আসে দুর্দিন। নেইমারকে 'বাঁদর' বলার অপরাধে আসতে থাকে একের পর এক ফোন। অনেকে তাকে খুনের হুমকিও দিয়েছেন। ফোনের পাশাপাশি সোশ্যাল সাইটেও খুনের হুমকি পাচ্ছেন গঞ্জালেস।  মার্সেই কোচ আন্দ্রে ভিলাস-বোয়াস বিষয়টি নিশ্চিত করে বলেছেন, 'আলভারো ঠিক আছে। তবে সত্যি সত্যি ওকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে। আমরা পুলিশকে জানিয়েছি। এখন দায়িত্বটা তাদের হাতে।'

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর