১৮ সেপ্টেম্বর, ২০২০ ১১:৩৩

বার্সেলোনার বিরদ্ধে মামলা করতে যাচ্ছেন সেতিয়েন

অনলাইন ডেস্ক

বার্সেলোনার বিরদ্ধে মামলা করতে যাচ্ছেন সেতিয়েন

কিকে সেতিয়েন

এবার বার্সেলোনার বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন ক্লাবটির সাবেক কোচ কিকে সেতিয়েন। কাতালান ক্লাবটির বিরুদ্ধে চুক্তিকে অসম্মান করার অভিযোগ তুলেছেন তিনি । আর এ কারণেই তিনি আইনের আশ্রয় নিতে যাচ্ছেন। খবর ইএসপিএন সকারের।

এক মাস আগে উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল ম্যাচে বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে ৮-২ গোলে হেরে যায় বার্সেলোনা। এরপর বরখাস্ত করা হয় সেতিয়েনকে।

অবশ্য বার্সেলোনার সঙ্গে তার চুক্তির মেয়াদ ছিল ২০২২ সালের জুন পর্যন্ত। কিন্তু এই চুক্তিতে একটি ক্লজও ছিল। সেই ক্লজ অনুযায়ী তাকে সরিয়ে দেওয়া হয়েছে। তবে এরপর তার সঙ্গে আর্থিক বিষয় নিয়ে আর কোনও যোগাযোগ করেনি বার্সা।

তাই তো তার পাওনা টাকা ও অন্যান্য আনুসঙ্গিক সুবিধাদি আদায়ের লক্ষ্যে তিনি তার আইনজীবীর সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন।

সেতিয়েন বরখাস্ত হওয়ার পর বার্সেলোনা কোচ হিসেবে নিয়োগ দেয় নেদারল্যান্ডসের কোচ রোনাল্ড কোম্যানকে।

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর