সিরি আ'র নতুন মৌসুমের প্রথম ম্যাচে রবিবার সাম্পদোরিয়ার বিপক্ষে ৩-০ গোলের সহজ জয় তুলে নিয়েছে জুভেন্টাস।
এই ম্যাচ দিয়ে প্রতিযোগিতামূলক ম্যাচে জুভেন্টাসের ডাগআউট সামলিয়েছেন ক্লাব কিংবদন্তি এবং বর্তমান কোচ আন্দ্রে পিরলো। আর প্রথম ম্যাচে শিষ্যরা জয় উপহার দিয়েছে এই ইতালিয়ানকে।
এদিকে সিরি আর নতুন মৌসুমের প্রথম ম্যাচেই গোলের দেখা পেয়েছেন ক্লাবটির সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো।
এদিন ম্যাচের ১৩ মিনিটের সময় দলের পক্ষে প্রথম গোল এনে দিয়েছেন সুইডিশ এই মিডফিল্ডার। ম্যাচের ৭৮ মিনিটে লিওনার্দো বোনুচ্চির কল্যাণে দ্বিতীয় গোলের দেখা পায় জুভেন্টাস। এরপর ৮৮ মিনিটে এসে ম্যাচে জালের দেখা খুঁজে পান রোনালদো। অ্যারন র্যামসের পাস থেকে ডি-বক্সের ডানদিক থেকে কোনাকুনি শটে স্কোরলাইন ৩-০ করেন পাঁচবারের বর্ষসেরা এই ফুটবলার।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ