বার্সেলোনার সঙ্গে ৬ বছরের সাফল্যময় অধ্যায় শেষে অ্যাতলেটিকো মাদ্রিদে বড় উচ্চাশা নিয়ে এগোতে চান লুইস সুয়ারেজ।
অ্যাতলেটিকোতে যোগ দেওয়ার পর আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমে সুয়ারেস বলেন, ‘প্রথম যে বিষয়টি আমার মাথায় এসেছে, আমাকে এখানে জায়গা ছেড়ে দাও। আমি ইতিহাস গড়তে চাই। ’
তিনি আরও বলেন, ‘দলটির যা আছে আমি তারচেয়ে আরও অধিক আনতে যাচ্ছি। সেটা গোলে হোক বা অ্যাসিস্টে। অন্যান্য অনেক কিছুর চেয়ে, আমি এখানে এসেছি শিরোপা জিততে।’
কোচ দিয়েগো সিমিওনের অধীনে নতুন অভিযান শুরুর জন্য ব্যগ্র হয়ে আছেন সুয়ারেস। সেই আগ্রহের কথাটাও জানিয়ে দিলেন উরুগুইয়ান ফরোয়ার্ড, ‘এটা আনন্দের। আমি আশা করি ওনার কাছ থেকে অনেককিছু শিখতে পারবো। তিনি সবসময় আপনাকে উন্নতির কথা বলবেন।’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ