১ অক্টোবর, ২০২০ ০৮:৪৬

ইংল্যান্ড টেস্ট দলের চুক্তি থেকে বাদ বেয়ারস্টো

অনলাইন ডেস্ক

ইংল্যান্ড টেস্ট দলের চুক্তি থেকে বাদ বেয়ারস্টো

২০২০-২১ সালের ইংল্যান্ডের টেস্ট দলের জন্য কেন্দ্রীয় চুক্তিতে রাখা হয়নি উইকেটরক্ষক-ব্যাটসম্যান জনি বেয়ারস্টোকে। এই তারকা অবশ্য ইংলিশদের গ্রীষ্মকালীন টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের বিপক্ষে ছিলেন না। তবে সীমিত ওভারের চুক্তিতে রাখা হয়েছে তাকে।

বেয়ারস্টো বাদ পড়লেও প্রথমবারের মতো টেস্ট চুক্তিতে সুযোগ পেয়েছেন জ্যাক ক্রলি, অলি পোপ ও ডম সিবলি। এছাড়া সীমিত ওভারে চুক্তি পেয়েছেন পেস বোলিং অলরাউন্ডার টম কারেন। তবে জো ডেনলি চুক্তি হারিয়েছেন।

এদিকে স্পিনার ডম বেস, পেসার ক্রিস জর্ডান ও ব্যাটসম্যান ডেভিড মালান এর আগে চুক্তিতে না থাকলেও তাদের ক্রমবর্ধমান চুক্তিতে আনা হয়েছে।

নতুন এই চুক্তিতে ২৩জন ক্রিকেটারকে রেখেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড। এটি এবছরের ১ অক্টোবর থেকে শুরু হয়ে পরবর্তী ১২ মাস বলবৎ থাকবে।

নতুন চুক্তির তালিকা:

টেস্ট এবং সাদা বলের চুক্তি: জোফরা আর্চার, জস বাটলার, জো রুট, বেন স্টোকস, ক্রিস ওকস।

টেস্ট চুক্তি: জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রড, ররি বার্নস, জ্যাক ক্রলি, স্যাম কারান, অলি পোপ, ডম সিবিলি।

সাদা-বলের চুক্তি: মঈন আলী, জনি বেয়ারস্টো, টম কারান, ইয়ন মরগান, আদিল রশিদ, জেসন রয়, মার্ক উড।

ক্রমবর্ধমান চুক্তি: ডম বেস, ক্রিস জর্ডান, জ্যাক লিচ, ডেভিড মালান।

পেস বোলিংয়ের উন্নয়নমূলক চুক্তি: সাকিব মাহমুদ, ক্রেইগ ওভারটন, অলি স্টোন।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর