নেইমারের দুর্দান্ত হ্যাটট্রিকে ভর করে বিশ্বকাপ বাছাইপর্বে পেরুর বিপক্ষে ৪-২ গোলের জয় পেয়েছে ব্রাজিল। দলকে জেতানোর পাশাপাশি নেইমারও নাম লিখিয়েছেন নতুন এক রেকর্ডে। দলকে জয় এনে দেওয়ার পথে দেশের ইতিহাসে সর্বোচ্চ গোলের তালিকায় দ্বিতীয় স্থানে উঠেছেন নেইমার, ১০৩ ম্যাচে তার মোট গোল এখন ৬৪টি।
বুধবার তিনি পেছনে ফেলেছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদোকে। ৯৮ ম্যাচে ব্রাজিলের হয়ে রোনালদো গোল করেন ৬২টি।
২৮ বছর বয়সী নেইমারের সামনে এখন শুধুই একজন, ব্রাজিলের সর্বকালের সেরা ফুটবলার পেলে। দেশের হয়ে ৯২ ম্যাচে ৭৭ গোল এই কিংবদন্তির। তাকে পেছনে ফেলতে নেইমারকে করতে হবে আর ১৪ গোল।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন