লাতিন অঞ্চলে কাতার বিশ্বকাপের বাছাইপর্ব শুরু হয়েছে। ঐ অঞ্চলের দুই শক্তিশালী দেশ ব্রাজিল ও আর্জেন্টিনা নিজেদের প্রথম দুইটি করে ম্যাচ জিতেছে। তবে র্যাংকিংয়ে উন্নতি হয়েছে শুধুমাত্র আর্জেন্টিনা।
বৃহস্পতিবার সর্বশেষ হালনাগাদকৃত র্যাংকিং প্রকাশ করেছে আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। যেখানে নিজেদের ১৩ পয়েন্ট পেলেও নিজেদের তৃতীয় অবস্থান থেকে কোনো পরিবর্তন হয়নি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন দল ব্রাজিলের।
অন্যদিকে লাতিন অঞ্চলের বাছাইপর্বে ব্রাজিলের মতো দুই জয় পাওয়া আর্জেন্টিনার নামের পাশেও যোগ হয়েছে ১৩টি পয়েন্ট। তবে তারা এগিয়েছে এক ধাপ। বর্তমানে তাদের অবস্থান অষ্টম।
এছাড়া শীর্ষ পাঁচে পয়েন্ট ছাড়া র্যাংকিংয়ে কোনো পরিবর্তন ঘটেনি। নিজেদের মধ্যে জায়গা অদল বদল করেছে স্পেন- উরুগুয়ে ও আর্জেন্টিনা-ক্রোয়েশিয়া। দশ নম্বর অবস্থান ধরে রেখেছে কলম্বিয়া।
এদিকে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অবস্থানেরও কোনো পরিবর্তন ঘটেনি। সবশেষ আপডেট অনুযায়ী ৯১৪ পয়েন্ট নিয়ে ১৮৭ নম্বর স্থানেই রয়ে গেছে বাংলাদেশ।
ফিফা র্যাংকিংয়ে সেরা দশ দল (২২ অক্টোবরের আপডেট)
১/ বেলজিয়াম - ১৭৬৫ পয়েন্ট
২/ ফ্রান্স - ১৭৫২ পয়েন্ট
৩/ ব্রাজিল - ১৭২৫ পয়েন্ট
৪/ ইংল্যান্ড - ১৬৬৯ পয়েন্ট
৫/ পর্তুগাল - ১৬৬১ পয়েন্ট
৬/ স্পেন - ১৬৩৯ পয়েন্ট
৭/ উরুগুয়ে - ১৬৩৭ পয়েন্ট
৮/ আর্জেন্টিনা - ১৬৩৬ পয়েন্ট
৯/ ক্রোয়েশিয়া - ১৬৩৪ পয়েন্ট
১০/ কলম্বিয়া - ১৬৩১ পয়েন্ট।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন