প্রিয় খেলোয়াড়ই শুধু নন, সৌরভ গাঙ্গুলি তার কাছে ছোট ভাইয়ের মতো। স্বাভাবিকভাবেই ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রধান সৌরভ গাঙ্গুলির অসুস্থতার খবরে উদ্বিগ্ন সিপিআইএম নেতা অশোক ভট্টাচার্য। তবে শুধু উদ্বেগই নয়, ক্ষোভ ঝরলো তার গলায়। কারও নাম না করেই বললেন, অহেতুক ওর ওপর যেন কেউ চাপ না দেয়।
রবিবার সকালে সৌরভ গাঙ্গুলিকে দেখতে কলকাতার উডল্যান্ড হাসপাতালে যান শিলিগুঁড়ির পৌর প্রশাসক সাবেক মন্ত্রী অশোক ভট্টাচার্য। সৌরভ দেখে বের হয়ে তিনি জানান, আমি চাই না ও রাজনীতিতে আসুক। ওর জনপ্রিয়তা খেলার জন্য ও খেলার মাঠেই থাক। আমি চাই সেই জনপ্রিয়তাই বজায় থাক।
তিনি আরও বলেন, সৌরভকে রাজনীতিতে আনার জন্য মুখিয়ে রয়েছেন অনেকেই। আর সৌরভের শুভাকাঙ্খী হিসেবে তিনি কোনো মতেই চান না তা বাস্তবায়িত হোক।
তিনি বলেন, আরও বিশেষজ্ঞ চিকিৎসক যদি থাকেন, তাহলে তাদের পরামর্শ নেওয়া হোক। সুস্থ হয়ে গেছে, এটা মনে করলে হবে না। তাকে এখনও ডাক্তারদের পরামর্শ মেনে চলতে হবে।
গত কয়েক সপ্তাহে পশ্চিমবঙ্গ রাজনীতিতে বারবার ঘুরপাক খেয়েছে সৌরভের নাম। জল্পনা বাড়িয়েছে তার রাজভবন যাওয়ার মতো নানা ঘটনা। রাজনৈতিক মহলে বলাবলি শুরু হয়ে যায়, এবার রাজনীতিতে আসতে পারেন সৌরভও। গেরুয়া পতাকা ধরতে পারেন তিনি। বলাই বাহুল্য সৌরভ এই নিয়ে একটি কথাও বলেননি। কোনো ইশারা ইঙ্গিত ছিল না তার কথায়। কিন্তু উড়ো কথা থেমে থাকেনি।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন